৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে দলীয় প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে আ’লীগ
- আপডেট সময় : ০৭:০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে দলীয় প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ। এতে তিন প্রতিমন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্যদের মধ্যে বেশ কয়েকজন বাদ পড়েছেন। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রর্থীদের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
৩০০ আসনের মধ্যে কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসন ফাঁকা রেখে ২৯৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। শূণ্য আসন দুটিতে বর্তমানে সংসদ সদস্য হিসেবে রয়েছেন যথাক্রমে জাসদ-একাংশের সভাপতি হাসানুল হক ইনু ও জাতীয় পার্টির নেতা সেলিম ওসমান। বাদ পড়া প্রতিমন্ত্রীরা হলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। নতুন ঘোষিত তালিকা বর্তমান সংসদ সদস্যদের মধ্যে বাদ পড়েছেন সাবেক এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, সাবেক পুলিশ প্রধান নুর মোহাম্মদ ও হাজী মোহাম্মদ সেলিম। গত তিনটি জাতীয় নির্বাচনের মতো এবারও জোটবদ্ধ নির্বাচনের সিদ্ধান্ত থাকলেও, দলটি প্রার্থী দিয়েছে গত নির্বাচনে শরিকদের ছেড়ে দেয়া আসনেও। নতুনদের মধ্যে ক্রিকেটার সাকিব আল হাসান, নায়ক ফেরদৌস, হাজী সেলিমের বড় ছেলে সুলাইমান সেলিমসহ বেশ কিছু নতুন অনেক এবার নৌকার মাঝি হচ্ছেন।