৩০ বছর আগে নির্মিত সেতুর নেই সংযোগ সড়ক
- আপডেট সময় : ০২:৩৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
জামালপুরে ৩০ বছর আগে নির্মিত হয়েছে সেতুটি, অথচ সংযোগ সড়ক নেই এখনও। তাই কাজে আসেনি সেতুটি। ফলে দীর্ঘদিন ধরে দুর্ভোগে জামালপুর রয়েছেন জেলার ইসলামপুর ইউনিয়নের অন্তত দশ গ্রামের মানুষ। সেতুর বিষয়ে কোন তথ্য নেই এলজিইডি অফিসে। ঘটনা জানার পর কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন, উপজেলা থেকে প্রস্তাব পেলে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার।
জামালপুরের ইসলামপুর গাইবান্ধা ইউনিয়নের মালপাড়ায় ৫০ ফুট দৈর্ঘ্যর সেতু নির্মাণের ৩ দশক পেরিয়েছে। অথচ সেতুর দুপাশে করা হয়নি সংযোগ সড়ক। স্থানীয়রা বলছেন, সেতুটি বাস্তবে কখনও কাজে আসেনি। শুকনো মৌসুমে খালে পানি না থাকায় হেটে চলাচল করা গেলেও বর্ষায় পড়তে হয় চরম ভোগান্তিতে। ঘুরতে হয় কয়েক কিলোমিটার পথ। এ অবস্থায় বিপাকে আছেন মালপাড়া, ডাকপাড়া, নাপিতেরচরসহ অন্তত ১০ গ্রামের মানুষ। সংযোগ সড়কের বিষয়টি জনপ্রতিনিধিদের দফায় দফায় জানিয়েছেন এলাকাবাসী। হচ্ছে, হবে..এমন আশ্বাস মিলেছে প্রতিবারই। তবে বাস্তবায়ন হয়নি ৩০ বছরেও।তাই নতুন সেতু স্থাপনের দাবী স্থানীয়দের।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জামালপুর এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী বলেন, এ বিষয়ে কোনো তথ্য নেই তাদের কাছে।তবে উপজেলা পরিষদ থেকে প্রস্তাব পেলে সড়ক নির্মাণের উদ্যোগ নেয়া হবে বলে জানালেন তিনি।
সব জটিলতা কাটিয়ে দ্রুত সংযোগ সড়ক হবে, অবসান হবে ভোগান্তির, এমনটাই চাওয়া গাইবান্ধা ইউনিয়নবাসীর।