৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের সূচনা
- আপডেট সময় : ১১:০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।সারাদেশে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয় ।
মহান স্বাধীনতা দিবসে চট্টগ্রামে ভোরে সূর্যোদয় হবার সাথে সাথে বীর শহীদদের প্রতি সশস্ত্র সালাম জানানোর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন কর্মসূচী শুরু হয়। চট্টগ্রামে মিউনিসিপ্যাল হাই স্কুল মাঠে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী এবং কাউন্সিলর সহ কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।এছাড়া দিন ব্যাপী চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করছে।
দিনের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে ময়মনসিংহে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে প্রথমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।পরে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক,পুলিশ সুপার, সিটি করপোরেশন, জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে কুমিল্লায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে ।নগরের টাউনহল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্তক অপর্ণ করে শ্রদ্ধা নিবেন করেন জেলা প্রশাসক খন্দকার মু মুশফিকুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার আবদুল মান্নানসহ জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেন করেন।
মেহেরপুরে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে আজ সূর্যোদয়ের সাথে সাথে শহরের কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক শামীম হাসানসহ অনেকে।