৩২শ’ কোটি টাকার নতুন পাঁচ প্রণোদনা প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:৪০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
করোনাকালের বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষসহ বিভিন্ন খাতের সহায়তায় ৩ হাজার ২শ’ কোটি টাকার নতুন পাঁচটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে প্রথম প্যাকেজে ১৭ লাখ ২৪ হাজার ৪৭০ জন দিনমজুর, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও নৌপরিবহন শ্রমিকদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪৫০ কোটি টাকা।
দ্বিতীয় প্যাকেজের আওতায় সারাদেশে ৮১৩টি কেন্দ্রে বিশেষ ওএমএস কার্যক্রম পরিচালনা করা হবে। এতে মোট বরাদ্দ রাখা হয়েছে ১৫০ কোটি টাকা। তৃতীয় প্যাকেজের আওতায় জেলা প্রশাসকদের অনুকূলে বিশেষ ত্রাণের বরাদ্দ রাখা হয়েছে। মূলত ৩৩৩ নম্বরে কল করে জনসাধারণের অনুরোধের প্রেক্ষিতে খাদ্য সহায়তা দেয়ার জন্যই এ প্যাকেজ। চতুর্থ প্যাকেজের আওতায় গ্রামীণ এলাকায় কর্মসৃজনমূলক কার্যক্রমে অর্থায়নের জন্য পল্লী সঞ্চয় ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও পিকেএসএফের মাধ্যমে চার শতাংশ সুদে ঋণ সহায়তা দেয়ার জন্য আরও ১ হাজার ৫শ’ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পঞ্চম প্যাকেজের আওতায় পর্যটন খাতের অনুকূলে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার কোটি টাকা। এর আওতায় পর্যটন খাতের হোটেল, মোটেল, থিম পার্কের কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য ব্যাংক ব্যবস্থার মাধ্যমে ৪ শতাংশ সুদে ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ সহায়তা দেয়া হবে।