৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে ১৪ দিনের রিমান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯
- / ১৫৭২ বার পড়া হয়েছে
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে ১৪ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
রাতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন। মাদক ও অস্ত্র মামলায় কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের ২০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শনিবার রাতে রাজধানীর বসুন্ধরার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে রেব। রাজীব ২০১৫ সালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হন। তিনি মোহাম্মদপুর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হন তিনি।