৩ মাসের ব্যবধানে পরপর ৪ বার বন্যার কবলে পড়ে মারাত্বক ক্ষতির মুখে নওগাঁর কৃষি
- আপডেট সময় : ০২:০২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
চলতি বছরের গেল ৩ মাসের ব্যবধানে পরপর ৪ বার বন্যার কবলে পড়েছে উত্তরের জেলা নওগাঁ। যাতে ঘরবাড়ি ছাড়াও মারাত্বক ক্ষতির মুখে পড়ছে নওগাঁর কৃষি অর্থনীতি। এমন অবস্থায় কৃষকদের ঘুরে দাঁড়াতে দ্রুতই সরকারী সহযোগীতা চেয়েছেন এ অঞ্চলের মানুষ।
নওগাঁর মান্দা উপজেলার নূরুল্লাবাদ এলাকার আমনের মাঠ এটি। ধানগাছগুলো বন্যার পানিতে পচে নষ্ট হয়েছে কদিন আগেই।শুধু এই মাঠই নয়; জেলার ৩ টি উপজেলার এমন হাজার হাজার হেক্টর মাঠের ফসল নষ্ট হয়েছে এবারের বন্যায়। ভেসে গেছে বহু পুকুরের মাছ। ক্ষতিগ্রস্থরা বলছেন, দীর্ঘদিন বন্যার পানি জমে থাকায় ধান কিংবা সবজি কোনটি থেকেই আর ফলন আসবে না। ফলে সামনের দিন কিভাবে চলবে তা নিয়ে দুশ্চিন্তায় নওগাঁর কৃষক।
স্থানীয়দের অভিযোগ, বাঁধগুলো নির্মানের পর আর সংস্কার করা হয়নি কখনো। অভিযোগ শিকারও করেছে পানি উন্নয়ন বোর্ড। বলছেন, নির্মানের প্রায় ৪০ বছরেও সংস্কার করা হয়নি এগুলো। ফলে পানির চাপ বাড়লেই ভেঙ্গেযায় বাঁধগুলো।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এ বছরের বন্যায় কৃষিতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১৭ কোটি টাকা। এরইমধ্যে ক্ষতিগ্রস্থদের ক্যাটাগরী ভিত্তিক তালিকা তৈরী শুরু হয়েছে। যেখানে কৃষক ও মৎস্য চাষিদের জন্য থাকছে বিশেষ সহযোগীতা।
তথ্য বলছে, নওগাঁর নদীগুলোতে বন্যা নিয়ন্ত্রন বাঁধ রয়েছে ৫৪৭ কিলোমিটার। যারমধ্যে এবারের বন্যায় ক্ষতিগ্রস্থ্য হয়েছে ৩০ কিলোমিটার এলাকা।