৩ মাসের মধ্যে প্রধানমন্ত্রীর গাড়ী বহরে হামলার বিচার সম্পন্ন করার নির্দেশ
- আপডেট সময় : ০৭:১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
১৮ বছর পর অবশেষে বিচারের মুখোমুখি হতে যাচ্ছে, ২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলায় জড়িত আসামীরা। বৃহস্পতিবার আলোচিত ওই মামলার প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়ে ৩ মাসের মধ্যে বিচার শেষের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ জানায়, দেড় দশকের পুরনো এই মামলা চালুর ক্ষেত্রে সব বাধা অপসারিত হয়েছে এবং বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগ সভাপতিকে হত্যাচেষ্টার নেপথ্য কারিগরদের সাজা নিশ্চিত করবে আদালত।
২০০২ সালের ৩০ আগস্ট। সাতক্ষীরায় ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখে সড়ক পথে ঢাকায় ফিরছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে শেখ হাসিনার গাড়ি বহরে পৌছালে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ১৫-২০টি গাড়িও ভাঙচুর করা হয়। আহত হন শেখ হাসিনার সফরসঙ্গী কেন্দ্রীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাসহ স্থানীয় অর্ধশত নেতাকর্মী।
১২ বছর পর ২০১৪ সালে ১৫ অক্টোবর সাতক্ষীরা আদালতে একটি মামলা দায়ের করেন কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীন। তদন্ত শেষে ২০১৫ সালের ১৭ মে বিএনপির তৎকালীন সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগ গঠন শেষে ৯ জনের সাক্ষ্য নেয় আদালত।মামলা চলাকালীন সময় অভিযুক্ত আসামি রকিবের বয়স দশ বছর ছিল উল্লেখ করে হত্যাচেষ্টা মামলাটি বাতিল চেয়ে ২০১৭ সালে হাইকোর্টে আবেদন করে রকিব। একই বছর ২৩ আগস্ট হাইকোর্ট রুল দিয়ে মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেয় আদালত।
বৃহস্পতিবার আলোচিত এই মামলার রুল নিস্পত্তি করে রায় দেন বিচারপতি মোস্তফা জামান ও বিচারপতি মো: কামরুল হোসেন মোল্লার দ্বৈত বেঞ্চ। রাষ্ট্রপক্ষ জানায়, উচ্চ আদালতের এই রায়ে মামলা চালুর বিষয়ে সব বাধা অপসারিত হয়েছে।অভিযুক্ত আসামী রকিবে বিষয়ে বিচারিক আদালত সিদ্ধান্ত নেবে এবং ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষ থেকে আবার বিচার শুরু হবে বলেও জানান তিনি।