৩ মাস বন্ধ থাকবে বিশ্ব ঐহিহ্য সুন্দরবন
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
- / ১৬২৮ বার পড়া হয়েছে
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বণ্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুম হওয়ার কারনে আজ থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস বন্ধ থাকবে বিশ্ব ঐহিত্য সুন্দরবন। ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে হরিণসহ শতাধিক বণ্যপ্রাণীর মরদেহ। নষ্ট হয়ে গেছে সুন্দরবনের মিঠাপানির উৎস। এরই মধ্যে সুন্দরবনের বণ্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুম হওয়ার কারনে তিন মাসের নিষেধাজ্ঞা জারি করেছে বনবিভাগ। বন বিভাগের দাবী নিষেধাজ্ঞার এ সময়ে ঘূর্ণিঝড় রিমালের ক্ষত কাটিয়ে আবারও ঘুড়ে বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ বন। কোলাহল মুক্ত সুন্দরবনে বন্যপ্রানীরা অবাধ বিচারনের পাশাপাশি নির্বিঘ্নে প্রজনন করতে পারবে। এর ফলে সুন্দরবনের বন্যপ্রানী ও মৎস্য সম্পদসহ জীববৈচিত্র্য আরও সমৃদ্ধ হবে দাবী করছে বনবিভাগ।