৩ লক্ষাধিক পর্যটকের সমাগমে মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার
- আপডেট সময় : ০৩:৪০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
ঈদ পরবর্তী টানা ছুটিতে ৩ লক্ষাধিক পর্যটকের সমাগমে মুখর এখন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। পরিপুর্ণ ৫ শতাধিক হোটেল-মোটেল গেস্ট হাউস। তবে আবাসিক হোটেল, রেস্তোঁরা এবং পরিবহন মালিকদের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট। দুর্ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
নীল জলরাশীতে গা ভেজানো, সৈকত বালিয়াড়িতে কল্পনার-আলপনা আঁকা এবং সুর্যাস্ত দেখাসহ প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে কক্সবাজার ভ্রমণ করেন লাখো পর্যটক। সংশ্লিষ্টদের দাবি-ইতোমধ্যে ৩ লক্ষাধিক পর্যটকে মুখর পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। আর ৫ শতাধিক হোটেল-মোটেল-গেস্ট হাউজের বেশিরভাগ কক্ষই এখন পর্যটকে ঠাসা। ঈদ পরবর্তী আনন্দ-উচ্ছ্বাসের কোন কমতি নেই পর্যটকদের।
তবে আবাসিক হোটেল, রোস্তোঁরা এবং পরিবহনগুলোর বিরুদ্ধে আবারও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন বেশিরভাগ পর্যটক। অন্যদিকে, হয়রানী বন্ধসহ ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তায় কয়েক স্তরের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান, ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। প্রতি ঈদের পরই পর্যটকের এমন আগমন ঘটে দেশের অন্যতম প্রধান এই বিনোদন কেন্দ্রে।