৪দিন বন্ধ থাকার পর খুলেছে ব্যাংক-বীমা এবং পুঁজিবাজার
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৭:৪০:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
টানা ৪দিন বন্ধ থাকার পর খুলেছে ব্যাংক-বীমা এবং পুঁজিবাজার। চারদিন পর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলার প্রথম দিনেই গ্রাহকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভীড়ের কারণে প্রয়োজনীয় কাজের জন্য ব্যাংকে আসা গ্রাহকদেরকে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হয়।
করোনা সংক্রমনরোধে গত ১ জুলাই থেকে সাতদিনের কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার।
১ জুলাই ব্যাংক হলিডে ছাড়াও শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি এবং বিধি-নিষেধের মাঝে রোববার বাড়তি একদিন মিলে একটানা চারদিন ব্যাংক বন্ধ ছিল। কঠোর বিধিনিষেধের কারণে ব্যাংকগুলোতে লেনদেনের সময়সীমাও কমানো হয়েছে। ফলে অল্প সময়ে বেশি গ্রাহকদের সেবা নিতে কয়েক ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় অনেককে।
কঠোর বিধিনিষেধের মাঝে যানবাহন চলাচল বন্ধ থাকায় অনেককে ব্যাংকে আসতেও ভোগান্তি পোহাতে হয়।
বিধিনিষেধের কারণে লেনদেনের সময়সীমা সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত করায়- নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকদের সেবা দিতে হিমশিম ব্যাংক কর্মকর্তারা।
ব্যাংকের সাথে তাল মিলিয়ে পুঁজিবাজারেও দেড় ঘণ্টা সময় কমিয়ে ট্রেডিং চলে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।