৪০ কোটি টাকা পরিশোধের দাবিতে হোটেল অ্যাসোসিয়েশনের মানববন্ধন
- আপডেট সময় : ০৮:০০:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- / ১৫১৫ বার পড়া হয়েছে
করোনাকালে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের ৪০ কোটি টাকার হোটেল ভাড়া পরিশোধের দাবি জানিয়েছে, বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন। দাবি আদায়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন করেছেন হোটেল মালিকরা। এতে ৩০ জুনের মধ্যে বকেয়া অর্থ পরিশোধের দাবি জানান তারা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, যত দ্রুত সম্ভব এই বিল পরিশোধ করা হবে।
প্রতি দশ দিন পর পর বিল পরিশোধ করার কথা থাকলেও ১১ মাসেও কোনো বিল পরিশোধ করেনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হোটেল মালিকদের দাবি গত ১১ মাসে ৩০ টি হোটেলের বিল এসেছে ৪০ কোটি টাকা। যা এখনও বকেয়া রয়েছে। বকেয়া আদায়ের দাবিতে সোমবার পরিচালক বরাবর স্মারকলিপি দেন হোটেল অ্যাসোসিয়েশন।
হোটেল কতৃপক্ষ বলছে চলতি ৩০ জুনের মধ্যে বকেয়া না পেলে বরাদ্দতৃক টাকা কোয়ারেন্টাইন এক্সেপ্রেস বাবাদ ফেরত চলে যাবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক নাজমুল হক জানান,যত দ্রুত সম্ভব এই বিল পরিশোধ করা হবে।
সব জটিলতা সমাধান করে কর্তৃপক্ষ দ্রুত বকেয়া টাকা পরিশোধ করবেন এমন প্রত্যাশা হোটেল মালিকদের।