৪০ বছর বয়সীরাও করোনা টিকা নিতে পারবেন
- আপডেট সময় : ০৯:৪৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
নির্ধারিত বয়সীদের কেউ করোনার টিকার জন্য নিবন্ধন করতে না পারলে, জাতীয় পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে গেলেও টিকা নিতে পারবেন বলে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকশেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। এর আগে করোনার টিকা নেবার নিবন্ধনে ৫৫ বছরের যে নিম্নসীমা ছিল, তা কমিয়ে ৪০ করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া বাংলাদেশে মহাবিপন্ন শকুন রক্ষায় কিটোপ্রোফেন জাতীয় ওষুধের উৎপাদন বন্ধেরও অনুমোদন দেয়া হয়েছে মন্ত্রিসভায়।
সকালে মন্ত্রিপরিষদের বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু বিষয়ে অনুমোদন দেন। এর মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত বেশ কিছু বিষয়, মা ও শিশু স্বাস্থ্য, পরিবেশের ভারসাম্য রক্ষায় মহাবিপন্ন শকুন প্রজাতি রক্ষায় বেশ কিছু সিদ্ধান্তে অনুমোদন দেন তিনি।
সভাশেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, সত্তরের দশকের দিকে দেশে ৫০ হাজারের মত শকুন থাকলেও এখন আছে মাত্র ২৬০টি। তাও আশংকাজনক অবস্থায়। এর অন্যতম কারণ হল গরু মহিষে কিটোপ্রোফেন জাতীয় ব্যথানাশক ওষুধের ব্যবহার, এই ওষুধ কোনো শকুনের শরীরে গেলে ওই শকুনটি মারা যায়। তাই এই ওষুধ উৎপাদনে নিষেধাজ্ঞা দিয়েছে মন্ত্রিসভায়।
এছাড়া করোনাভাইরাসের টিকা পেতে অনলাইনে নিবন্ধন করার বাধ্যবাকতা থাকলেও গ্রামে-গঞ্জে যারা করতে পারবেন না তাদের জাতীয় পরিচয়পত্র দেখিয়েও টিকা নিতে পারবেন বলে জানান তিনি।
অন্যদিকে টিকা গ্রহণে এখন থেকে নতুন নির্দেশনায় বয়সসীমা কমানো হয়েছে বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।