৪১ বছর পরও চালু করা সম্ভব হয়নি ঠাকুরগাঁও বিমানবন্দর
- আপডেট সময় : ০৬:২৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / ১৬৪১ বার পড়া হয়েছে
বন্ধ হয়ে যাওয়ার ৪১ বছর পরও চালু করা সম্ভব হয়নি ঠাকুরগাঁও বিমানবন্দর। ব্রিটিশ আমলে নির্মিত এই বিমানবন্দরটি চালু ছিল স্বাধীনতার পরেও। লোকসানের কারণে ১৯৮০ সালে বিমান ওঠানামা বন্ধ হয়ে যায়। এরপর পরিত্যক্ত ঘোষণা করা হয়। জেলাবাসীর দাবি- এটি আবার চালু করার।
১৯৪০ সালে ৫৫০ একর জমিতে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে নির্মিত হয় বিমানবন্দর। ব্রিটিশ আমলে সরকারী ও সামরিক কাজে ব্যবহার করতে এটি প্রতিষ্ঠা হয়। পাকিস্তান সরকারের ১১১ একর জমি নিয়ে ওই অংশে ভবন ও রানওয়ে তৈরি করে সিভিল অ্যাভিয়েশন। মাত্র বছর দুয়েক বাণিজ্যিক ফ্লাইট পরিচালিত হলেও ১৯৮০ সালে বিমানবন্দরটি বন্ধ হয়ে যায়।
৪১ বছর ধরে পরিত্যক্ত বিমানবন্দরটির রানওয়েসহ সকল সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছে। জনপ্রতিনিধিদের বারবার আশ্বাসে চালু হচ্ছে না বিমানবন্দরটি।
২০১৮ সালের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁও সফরে গিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তি স্থাপন হলেও, বিমানবন্দরের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।
এ বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে জানালেন জেলা প্রশাসক। যাত্রী সেবার পাশাপাশি জেলায় বাণিজ্যিক প্রসার ঘটবে এমনি ধারনা স্থানীয়দের।
ঠাকুরগাঁওয়ের এয়ারপোর্ট চালু হলে ওই অঞ্চলের সব ধরনের ব্যবসার প্রসার ঘটবে বলেও মনে করছে এলাকাবাসী।