৪৪ বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ব্যবস্থাপনায় দেশে ফিরেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫০:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
লকডাউনে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে পড়া অরো ৪৪ বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ব্যবস্থাপনায় দেশে ফিরেছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত ছোট ছোট দলে ভাগ হয়ে তারা ফিরে এসেছেন। গত ৪ দিনে এনিয়ে ১৮৫ বাংলাদেশে ফিরেছেন। আরো বহু বাংলাদেশী বেনাপোল দিয়ে দেশে ফেরার অপেক্ষোয় রয়েছে। তবে শনিবার সকালে ভারত থেকে ফেরত আসা ৩৫ জনের মধ্যে ৫ জনের শরীরে উচ্চ তাপমাত্রা পাওয়া যায়। স্বাস্থ্য বিভাগ তাদেরকে হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইশোলেশনে রাখার ব্যবস্থা করেছে। দুপুরে বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেনবটাইনের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ। সাথে ছিলেন যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।