৪৫ মিলিয়ন পাউন্ডে পাঁচ বছরের চুক্তিতে আর্সেনালে খেলবেন জেসুস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
নতুন ঠিকানায় গ্রেব্রিয়েল জেসুস। ম্যানচেস্টার সিটি ছেড়ে প্রিমিয়ার লিগের আরেক ক্লাব আর্সেনালে নাম লিখিয়েছেন এই ব্রাজিল তারকা। ৪৫ মিলিয়ন পাউন্ডে পাঁচ বছরের চুক্তিতে আর্সেনালের হয়ে খেলবেন জেসুস।
ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আর্সেনাল। পাঁচ বছরের সিটি অধ্যায়ে বহু সাফল্যের সাক্ষী জেসুস। সিটিজেন জার্সিতে ১৫৯ ম্যাচে ৫৮ গোল করেছেন তিনি। চারটি প্রিমিয়ার লিগ শিরোপা, একটি এফএ কাপ ট্রফি এবং তিনটি কারাবাও কাপ জিতিয়েছেন জেসুস। গত জানুয়ারিতে আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় যোগ দেন ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অবামেয়াং। এরপর থেকে একজন স্বীকৃত ফরোয়ার্ডের সন্ধানে ছিল আর্সেনাল। আগামীয় ৫ আগস্ট ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করবে গানাররা।