৪ উপজেলা, ৫ পৌরসভা ও ১৪০ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে
- আপডেট সময় : ০১:৩৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ১৫২৫ বার পড়া হয়েছে
দেশের ৪ উপজেলা, ৫ পৌরসভা এবং ১৪০টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ চলছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৪ উপজেলা, ৫ পৌরসভা ও ১৪০ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে
চট্টগ্রামের বাঁশখালীর ১৪ ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছে। তবে আচরণ বিধি লঙ্ঘন করায় এক ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বাকি ১৩ ইউনিয়নে শুধু চেয়ারম্যান পদে প্রতি ইউনিয়নে দুই থেকে নয় জন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কঠোর নিরাপত্তা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শান্তিপুর্নভাবে টাঙ্গাইলের ৬ উপজেলার ১৮ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়।
ইভিএমের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে চলছে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। নিরাপত্তায় অবস্থান করছে আইন শৃঙ্খলা বাহিনী।
মেহেরপুর পৌরসভাসহ ৪ ইউপিতে ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে বিজিবিসহ আইনশৃংলা বাহীনির পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
পটুয়াখালীর চার উপজেলার ৮ ইউনিয়ন পরিষদেও ভোট গ্রহণ চলছে। শান্তিপূর্ণ পরিবেশে ইভিএম’এ হচ্ছে ভোট।
এছাড়াও- জামালপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বরগুনা, নোয়াখালী ও দিনাজপুরেও ভোট গ্রহণ শুরু হয়েছ সকাল ৮টায়।