৪ ঘন্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
৪ ঘন্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা যায়, ভোররাত থেকে কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ঘনকুয়াশায় সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট ও বিকন বাতি নৌপথে দৃষ্টিসীমার আড়ালে চলে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এছাড়া ফেরি চলাচল বন্ধ থাকায় এ্যাম্বুলেন্স, কুরিয়ার সার্ভেসের গাড়ি, পণ্যবাহী যানবাহন ও নৈশকোচসহ ছোটবড় সব মিলিয়ে উভয়ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ২ শতাধিক যানবাহন। ঘনকুয়াশায় মাঝ নদীতে ৪টি ফেরি নোঙর করে রাখা হয়। বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের সহকারী ব্যবস্থাপক মোঃ জসিমউদ্দিন বলেন, ভোর ৪টা থেকে ৪ ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু করেছে।