৪ জনের পাহারায় ময়মনসিংহের গারো সম্প্রদায়ের দুই কিশোরীকে গণধর্ষণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
- / ১৬৪০ বার পড়া হয়েছে
৪ জনের পাহারায় ময়মনসিংহের গারো সম্প্রদায়ের দুই কিশোরীকে গণধর্ষণ করে ৬ জন। সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রেবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
এ ঘটনায় প্রধান আসামী রিয়াদকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে রেব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। বলেন, ময়মনসিংহের হালুয়াঘাটে গারো সম্প্রদায়ের একটি বিয়ের অনুষ্ঠান অংশ নেয় রিয়াদসহ দশ জন। রাতে অনুষ্ঠান শেষে স্কুল পড়ুয়া গারো সম্প্রদায়েরে দুই কিশোরীর পিছু নেয় তারা। এক পর্যায়ে তাদেরকে রিয়াদসহ ছয়জন ধর্ষণ করে। এসময় আরও চারজন পাহারা দেয়।