৪ মামলায় ১৪ দিনের রিমান্ডে হেলেনা জাহাঙ্গীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
আলাদা ৪ মামলায় আওয়ামী লীগ থেকে বহিঙ্কৃত হেলেনা জাহাঙ্গীরের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পৃথক আদেশে তার এ রিমান্ড মঞ্জুর করেন।
ডিজিটাল নিরাপত্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং টেলিযোগাযোগ, আইনসহ পৃথক চারটি মামলায় সরকার পক্ষের আবেদনের প্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। ২৯ জুলাই রেব হেলেনা জাহাঙ্গিরকে আটক করার পর ৩০ জুলাই ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার দেখানো হয়।