৫৭ জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে ইভিএমে
- আপডেট সময় : ০১:৪৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
৫৭ জেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত। ভোট হচ্ছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে। নির্বাচনে কারচুপি বন্ধে সার্বিক ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।
প্রতিটি ভোটকক্ষে রয়েছে সিসি ক্যামেরা। সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ, রেব, বিজিবি, এপিবিএন ও আনসার বাহিনী। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বসে সিসি ক্যামেরায় নির্বাচন মনিটরিং সেল থেকে ভোট পর্যবেক্ষণ করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য কমিশনাররা।
এ জন্য উচ্চপর্যায়ের মনিটরিং সেল গঠন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো কেন্দ্রে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি বলে জানায় ইসি। তিনটি পার্বত্য জেলা ছাড়া দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ভোলা ও ফেনী জেলা পরিষদে চেয়ারম্যানসহ সব পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
এছাড়া, আদালতের নির্দেশে নোয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচন স্থগিত হয়ে যায়। এ চারটি ছাড়া বাকি ৫৭টি জেলা পরিষদের ভোট হচ্ছে।
সারাদেশের ন্যায় চট্টগ্রামে বহুল প্রতিক্ষিত জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
চট্টগ্রামে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ১৫ উপজেলার ১৫ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ভোট। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের এটিএম পেয়ারুল ইসলামের প্রতিদ্বন্দ্বীতা করছেন বিদ্রোহী প্রার্থী নারায়ণ রক্ষীত। এছাড়া ১৫টি সাধারণ সদস্য পদে ৪৬ জন ও ৫টি সংরক্ষিত পদে ২২ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
রাজশাহীতে অবাধ ও শান্তিপুর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ। রাজশাহীর সিটি ৩০টি ওয়ার্ড ছাড়াও ৯ উপজেলা, ১৪ পৌরসভা ও ৭২ ইউনিয়নের জনপ্রতিনিধিরা ভোটাধিকার প্রয়োগ করছেন।
ময়মনসিংহেও ভোটগ্রহণ শুরু হয় সকাল ৯টায়। ১৩টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে। রয়েছে সিসি ক্যামেরা। নির্বাচন শান্তিপূর্ণ করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
জামালপুরে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ভোট চলছে। সদস্য পদে ২১ ও সংরক্ষিত সদস্য পদে ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়াও- নারায়ণগঞ্জ, গাজীপুর, নাটোর, নেত্রকোনা, পটুয়াখালী, পঞ্চগড়সহ দেশের ৫৭ জেলায় জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলবে বেলা ২টা পর্যন্ত।