৫ জেলার মানুষের জন্য কুষ্টিয়ায় চালু হয়েছে করোনা ভাইরাস শণাক্তকরণের পিসিআর ল্যাব
- আপডেট সময় : ০১:৪৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
মেহেরপুর-চুয়াডাঙ্গা-পাবনাসহ ৫ জেলার মানুষের জন্য কুষ্টিয়ায় চালু হয়েছে করোনা ভাইরাস শণাক্তকরণের পিসিআর ল্যাব। তবে প্রয়োজনীয় সেবা দিতে প্রশিক্ষণের পাশাপাশি ভেন্টিলেশন ব্যবস্থা, চিকিৎসক ও দক্ষ টেকনিশিয়ানের অভাবের কথা জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক ও সাধারণ মানুষ। এদিকে, পরীক্ষা কেন্দ্র না থাকায় দেশের বৃহত্তম জেলা- রাঙামাটিতে করোনা মোকাবিলা কঠিন হয়ে পড়বে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত রাঙামাটিতে করোনা পরীক্ষা কেন্দ্র- পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
২২ এপ্রিল প্রথম একজন ব্যাংকার ও একজন পুলিশসহ তিনজনের দেহে করোনা সণাক্ত হওয়ায় পরই পাল্টে যায় কুষ্টিয়ার পরিস্থিতি। এরপরই চালু হলো করোনা শণাক্তকরণে পিসিআর ল্যাব। তবে রিয়েল টাইপ ম্যাশিন অপারেটিং না জানলেও এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন ল্যাবের একমাত্র মাইক্রোবায়ালোজীর চিকিৎসক ও এটেনডেন্ট। কুষ্টিয়ার পিসিআর ল্যাবে প্রতিদিন ৭০ থেকে ৮০টি নমুনা পরীক্ষা করা হচ্ছে। বর্তমানে এক হাজার কিট সংরক্ষিত আছে বলে জানান এই বিশেষজ্ঞ চিকিৎসক।
ভেন্টিলেশন ব্যবস্থার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করার কথা জানান সিভিল সার্জন। এদিকে, দুর্গম রাঙামাটি জেলায় করোনা মোকাবিলা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরীক্ষা কেন্দ্র না থাকায় চট্টগ্রাম থেকে নমুনা পরীক্ষার ফলাফল আসতে সময় লাগে বেশি। এ পরিস্থিতিতে রাঙামাটিতে পিসিআর ল্যাব স্থাপনের দাবি স্থানীয়দের। পিসিআর ল্যাব স্থাপনে স্বাস্থ্য বিভাগ প্রস্তুত বলে জানান সিভিল সার্জন। রাঙামাটিতে পিসিআর ল্যাব হলে, নমুনা পরীক্ষার সুবিধা পাবে অপর দুই পার্বত্য জেলা খাগড়াছড়ি ও বান্দরবান।