৫ জেলায় ৭৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন
- আপডেট সময় : ০২:২৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
একদিনে মৌলভীবাজারে ২৭ হবিগঞ্জে ২৫ জন, ময়মনসিংহে ১৫ জন,নেত্রকোনায় ৯ জন, গাইবান্ধায় ২ জনসহ মোট ৫ জেলায় ৭৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘন্টায় মৌলভীবাজারে চিকিৎসক, র্নাস, স্বাস্থ্যর্কমী ও সাংবাদিকসহ ২৭ জন করোনা আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮৩ জনে।
হবিগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৫ জনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ।এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৬ জন।
ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের মধ্যে তারাকান্দার ৫ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩ স্বাস্থ্যকর্মী, সদরের ৪ জন, ফুলপুরের ২ জন এবং ফুলবাড়ীয়ার ১ জন রয়েছে। এই নিয়ে জেলায় ৩৪৯ জনের করোনা শনাক্ত হলো ।
নেত্রকোনায় ব্যাংক কর্মকর্তাসহ ৯ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ১৭৭ জনে।
গাইবান্ধায় নতুন করে আরো ২ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে গাইবান্ধায় ২৬ জন করোনা আক্রান্ত হলো।