৫ বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ ও মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
সীমান্তে বাংলাদেশী নাগরিকদের গুলি করে হত্যা এবং রাজশাহীতে ৫ বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ।
দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে দলটির নেতা-কর্মীরা বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করে। এ সময় বক্তারা দাবি করেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জানুয়ারি মাসেই দেশের বিভিন্ন সীমান্তে বেশ কয়েকজন বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যা করেছে। রাজশাহীতে বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে প্রবেশ করে ৫ বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে ভারতে আটকে রাখা হয়েছে। এভাবে বিএসএফের নিষ্ঠুরতা অব্যাহত থাকলেও সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এ সময় জরুরী ভিত্তিতে সীমান্ত হত্যা বন্ধে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান বক্তারা।