৬০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমান অবৈধ ওয়াকিটকি সেটসহ ২ জন আটক
- আপডেট সময় : ০৭:৩৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
৬০ লাখ টাকা মূল্যের বিপুল অবৈধ ওয়াকিটকি সেটসহ বিক্রয় চক্রের ২ সদস্যকে আটক করেছে রেব। আর, রেব-টেন ঢাকার কেরানীগঞ্জে প্রবাসী স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগে, স্বামীকে আটক করেছে। সকালে ঢাকার কাওরান বাজারে রেব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন- বিটিআরসির তরঙ্গ অবৈধভাবে ওয়াকিটকির মাধ্যমে ব্যবহার করে আসছে একটি চক্র। বিটিআরসির তথ্যের ভিত্তিতে, রাজধানীর মোহাম্মদপুর ও স্টেডিয়াম মার্কেটে অভিযান চালায় রেব। ৬০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমান অবৈধ ওয়াকিটকি সেট ও এন্টিনাসহ বিক্রয় চক্রের দই সদস্যকেআটক করা হয়।
বিক্রয়ে জড়িতরা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত বলে জানান রেব-তিন এর সিইও।
আলাদা সংবাদ সম্মেলনে, রেব-১০ জানায়, কেরানীগঞ্জে স্বামীর হাতে প্রবাসী স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী নুরুল ইসলামকে পল্টন থেকে আটক করা হয়েছে।
অপরাধের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে সহায়তা করতে এবং সাধারণ মানুষকে সচতন হবার আহবান জানায় রেব।