৬৫টি বৌদ্ধ বিহারে সাড়ে ছয় লাখ টাকার অনুদানের চেক বিতরণ
- আপডেট সময় : ০৮:১৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে কক্সবাজার জেলার ৬৫টি বৌদ্ধ বিহারে সাড়ে ছয় লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাসুদুর রহমান মোল্লা। চেক বিতরণ শেষে রামু কেন্দ্রীয় সীমা বিহারের একুশে পদকপ্রাপ্ত অধ্যক্ষ প্রয়াত ভদন্ত পন্ডিত সত্যপ্রিয় মহাথেরোর প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া। পরে বিহার পরিদর্শন করেন অতিথিরা।