৬ মে থেকে ১৩ মে পর্যন্ত ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৭:৩০:৩৯ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
দেশে করোনা সংক্রমণ রোধে অন্যসব কিছুর মত ব্যাংকিং লেনদেনের সময়ও নিধারণ করে দেয়া হয়। কিন্তু ঈদ ঘনিয়ে আসায় চাপ বাড়তে শুরু করেছে ব্যাংক গুলোতে। বিষয়টি বিবেচনায় নিয়ে বাড়ানো হয়েছে লেনদেনের সময়সীমা।
কাল বৃহস্পতিবার থেকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক বুধবার নতুন করে এই সিদ্ধান্তের প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, ৬ মে থেকে ১৩ মে পর্যন্ত ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে। আর আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। এদিকে ঈদের ছুটিতে ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীকে আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া ঈদের আগে তৈরি পোশাকশিল্পের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং রপ্তানি বাণিজ্য অব্যাহত রাখতে বাণিজ্যিক এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা গুলো ১০ মে থেকে ১৩ মে পর্যন্ত খোলা রাখতে বলা হয়েছে।