৭৫ এর পর ক্ষমতা জনগণের হাতে নয়, বন্দি ছিলো ক্যান্টমেন্টে: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:৪৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৪৫ বার পড়া হয়েছে
গণতান্ত্রিত পরিবেশ ছাড়া কোন দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, আইন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ৭৫ সালে ব্ঙ্গবন্ধুকে হত্যার পর বারবার সংবিধান কাটাছেঁড়া করা হয়েছে। যুদ্ধাপরাধীদের সুযোগ-সুবিধা দিয়েছে তৎকালীন সরকার। স্মার্ট বিচার বিভাগ প্রতিষ্ঠার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, বিচারপ্রার্থীরা যাতে বঞ্চিত না হন, সেজন্য ব্যবস্থা নিয়েছে সরকার।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আয়োজিত দুইদিন ব্যাপি আইন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন-‘একবিংশ শতাব্দীতে দক্ষিণ এশিয়ার সাংবিধানিক আদালত: বাংলাদেশ ও ভারত থেকে শিক্ষা’র সমাপনী দিনে প্রধান অতিথি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিত পরিবেশ ছাড়া একটি দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব নয়। ৭৫ এর পর ক্ষমতায় জনগণের হাতে নয়, বরং বন্দি ছিলো ক্যান্টমেন্টে। পাকিস্তানি কায়দায় সংবিধান লঙ্ঘন হয়েছে বারবার। নানা সুযোগ-সুবিধা দেয়া হয়েছে যুদ্ধপরাধীদের। বিচার বিভাগ হবে স্মার্ট জানিয়ে তিনি বলেন, বিচারপ্রার্থীরা যাতে বঞ্চিত না হন সেজন্য অবকাঠামোসহ নানা ব্যবস্থা নিয়েছে সরকার। ন্যায় বিচার প্রতিষ্ঠায় আবারও সরকারের অবদোনের কথা পূর্ণব্যক্ত করেন শেখ হাসিনা।