৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল
- আপডেট সময় : ০২:২১:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ২১ বছর পর আওয়ামী লীগের নেতৃত্বে পুনরায় সেই চেতনা ও আদর্শের পথে চলছে দেশ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত সেনারা প্রশংসা পাচ্ছে।
জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী দেশগুলোর শান্তিরক্ষী সদস্যদের সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে বহুজাতিক সামরিক অনুশীলন হয়েছে। সকালে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেনানিবাসে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মহড়াতে শান্তিরক্ষা মিশনের বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে বিদেশি অতিথি সেনাসদস্যদের হার্ডওয়ার ডিসপ্লে ঘুরে দেখান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। বহুজাতিক সামরিক অনুশীলন শান্তির অগ্রসেনার সমাপনী অনুষ্ঠানে অংশ নেয় বাংলাদেশ, ভারত ও শ্রীলংকার ৩০জন, ভুটান থেকে ৩৩ জনসহ ১২৩ সেনাসদস্য ।আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণ ‘এক্সারসাইজ শান্তির অগ্রসেনা’এর এই সমাপনি আনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন।