৭৫ বছরের রেকর্ড অতিক্রম করল চলমান তাপপ্রবাহ
- আপডেট সময় : ০২:১৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
- / ২২৮১ বার পড়া হয়েছে
দেশে চলমান তাপপ্রবাহ গত ৭৫ বছরের রেকর্ড অতিক্রম করেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, এমন তাপমাত্রা থাকবে পুরো এপ্রিল মাসজুরে। তবে মে মাসের শুরুতেই সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হতে পারে কালবৈশাখি ঝড়। ফলে তাপপ্রবাহ কিছুটা কমে আসবে বলে জানান তিনি।
তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে গত ২৪ ঘণ্টায় যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার তাপমাত্রা ৩৯ দশমিক এক ডিগ্রী সেলসিয়াস।
এমন তাপপ্রবাহে জনজীবনে নেমে এসেছে দুর্বিষহ যন্ত্রণা। একটু প্রশান্তির আশায় গাছের ছায়ায় কিংবা যে যেখানে পারছেন স্বস্তি খুজছেন।
সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ।
আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরো কয়েকদিন ।
অসহনীয় দাবদাহের মধ্যেই কিছুটা সুখবর দিলো আবহাওয়া অফিস। জানা গেছে, মে মাসের প্রথম দিকে হতে পারে কালবৈশাখী ঝড়।
এর আগে বৃহস্পতিবার, তৃতীয় দফায় ৩ দিনের হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অফিস।