৭ জানুয়ারির নির্বাচন জাতীয় নির্বাচন নয় বরং আ’লীগের দলীয় কাউন্সিল : ইসলামী আন্দোলন বাংলাদেশ
- আপডেট সময় : ০৬:৪৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
- / ১৮৪২ বার পড়া হয়েছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তামাশার, পাতানো ও একতরফা উল্লেখ করে নির্বাচনী তফসিল বাতিলের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান ইসলামী আন্দোলনের নেতারা। বলেন, ৭ জানুয়ারির নির্বাচন জাতীয় নির্বাচন নয় বরং আওয়ামী লীগের দলীয় কাউন্সিল।
আপস…
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটের সামনে জাতিসত্ত্বা বিরোধী নতুন শিক্ষা কারিকুলাম ও একতরফা পাতানো নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন,
বক্তারা ৭ জানুয়ারির নির্বাচন জাতীয় নির্বাচন নয বরং আওয়ামী লীগের দলীয় কাউন্সিল দাবি করে পাতানো নির্বাচন বাতিলের দাবি জানান। অন্যত্থায় ভবিষ্যতে এ জন্য বিচারের মুখোমুখি হতে হবে। বর্তমান সংসদ বিতর্কিত উল্লেখ করে এটি ভেঙে নতুন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান ইসলামী আন্দোলনের মহাসচিব। দাবি আদায় না হলে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিয়ে রাজপথ উত্তাল করার হুঁশিয়ারি দেন মাওলানা ইউনুছ আহমাদ।