৭ দিনের আয়কর মেলা শুরু হচ্ছে বন্দর নগরী চট্টগ্রামে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
আগামী ১৪ নভেম্বর থেকে ৭ দিনের আয়কর মেলা শুরু হচ্ছে বন্দর নগরী চট্টগ্রামে। এই মেলায় ২০১৯-২০ অর্থবছরের আয়কর রিটার্ন জমা দেয়া ছাড়াও নতুন করদাতারা ইটিআইএন রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন।
সকালে আগ্রাবাদের আয়কর বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলা উদযাপন কমিটির আহবায়ক ও কর অঞ্চল-২ এর কমিশনার আবুল কালাম কায়কোবাদ। ১৪ নভেম্বর সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন চট্টগ্রামের সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ মেলা। ২০১০ সাল থেকে প্রতিবছর এই মেলার আয়োজন করে আসছে এনবিআর।