৭ বছরেও শেষ হয়নি গাইবান্ধার সুন্দরগঞ্জের ৪ পুলিশ সদস্য হত্যার বিচার কাজ
- আপডেট সময় : ০২:৫২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
৭ বছরেও শেষ হয়নি গাইবান্ধার সুন্দরগঞ্জের ৪ পুলিশ সদস্য হত্যার বিচার কাজ। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ সদস্যকে হত্যা করে জামায়াত-শিবির কর্মিরা। তবে, সরকার পক্ষের আইনজীবী বলছেন, নানা কারণে এ মামলার বিচার পিছিয়ে গেছে।
২০১৩ সালের এই দিনে জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর সুন্দরগঞ্জে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে জামায়াত-শিবির কর্মীরা। এছাড়া রেল প্রকৌশল অফিস, গোডাউন, ইসলামশীপ বিল্ডার্স, বাড়িঘর এবং ইউনিয়ন আওয়ামী লীগ অফিসসহ আশপাশের ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।
দীর্ঘ ৭ বছরেও এই বর্বরতার বিচার না হওয়ায় ক্ষুব্ধ প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী।
নিহত পুলিশ সদস্যের পরিবারের পাশে থাকা ও পলাতক আসামীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলেন পুলিশ সুপার।
এবছরেই বিচারকাজ শেষ হওয়ার আশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
আসামীদের মধ্যে বর্তমানে ২৩০ জন জামিনে ও ২ জন জেল হাজতে আছে।এছাড়া ৩ জন পলাতক রয়েছে। দিনটি উপলক্ষে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে নিহতদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে।