৭ মার্চ এর ঐতিহাসিক ভাষণই ছিল স্বাধীনতার প্রকৃত ঘোষণাঃ প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৫৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণই ছিল স্বাধীনতার প্রকৃত ঘোষণা। এই ভাষণকে নিষিদ্ধ করাসহ নানা ষড়যন্ত্র হয়েছে।শত চেষ্টা করেও ইতিহাসকে এত সহজে মুছে ফেলা যায় না। ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, এদেশের মানুষের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তি পাওয়ার যে স্বপ্ন বঙ্গবন্ধুর আজীবন দেখেছেন , তা বাস্তবায়িত হবার পথে।
৫০ বছর আগের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন মুক্তির চুড়ান্ত ঘোষণা। অক্ষয় এ ইতিহাস স্মরণে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আয়োজন।প্রথমবারের মত রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হচ্ছে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের দিনটি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়োজনে প্রথমেই সেই কালজয়ী ভাষণ প্রদর্শিত হয়।প্রধানমন্ত্রী তার বক্তব্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের প্রেক্ষাপট তুলে ধরেন। বলেন, বাঙ্গালীর স্বাধীকার অর্জনের জন্যই বঙ্গবন্ধু সারাজীবন সংগ্রাম করেছেন এবং সফল হয়েছেন।
৭ মার্চের ভাষণ আর বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার শত ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন সরকার প্রধান।উন্নয়নশীল দেশের মর্যাদা অক্ষুন্ন রেখে দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি আসবে বলে দাবি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বঙ্গবন্ধু জাতির জন্য তাঁর ত্যাগ, দেশপ্রেম আর দূরদর্শীতা থেকেই এই ভাষণ দিয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার দেখানো পথেই হাঁটছে দেশ।