৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকে সাবেক মেয়র জাহাঙ্গীরের জবানবন্দি
- আপডেট সময় : ০৮:২৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
- / ১৬০৯ বার পড়া হয়েছে
সিটি কর্পোরেশনে উন্নয়নের নামে সাড় ৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে জবানবন্দী দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। দুদক সচিব জানিয়েছেন, তদন্তের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর জাহাঙ্গীর আলমের দাবি, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যে।
সকাল সাড়ে ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন কার্যালয় আসেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
দুদক কর্মকর্তাদের চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দুপুর আড়াইটার বেরিয়ে আসেন তিনি। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে জাহাঙ্গীর আলম দাবি করেন, তার বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ ভিত্তিহীন। তবে দুদক সচিব বলছেন, কোটি কোটি টাকার দূর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মাহবুব হোসেন।