৮টি ভারতীয় ট্রাকে ২০০ মেট্রিক টন আলু আমদানি সম্পন্ন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
- / ১৯২৭ বার পড়া হয়েছে
দেশের বৃহত্তর স্থল বন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে ৮টি ভারতীয় ট্রাকে ২০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল ইসলাম।প্রতি মেট্রিক আলু আমদানি করতে খরচ পড়ছে ১৯৪ মার্কিন ডলার। এছাড়া আলুর চালানটি রোববার খালাস হবে বলে তিনি জানান। বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল ইসলাম জানান, আলুর চালান বন্দর থেকে খালাস নিতে প্রয়োজনীয় কাগজ পত্র দাখিল করেছে ট্রান্সমেরিন লজিস্টিক লিমিটেড সিএন্ডএফ এজেন্ট নামের একটি প্রতিষ্ঠান।