৮০টি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৯৪ হাজারের বেশি মানুষ
- আপডেট সময় : ০২:০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িযেছে ৩ হাজার ২৮৩ জনে। ৮০টি দেশে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ৯৪ হাজারের বেশি মানুষ।
গেলো ২৪ ঘন্টায় চীনে মৃত্যু হয়েছে ৩১ জনের। সংক্রমিত হয়েছে ১৩৯ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৪০৯ জন। মারা গেছেন ২ হাজার ১২ জন। গেলো কয়েকদিন চীনের বাইরে দ্রুত ভাইরাসটি ছড়িয়ে পড়ছে ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া ও জাপানে। বুধবার ২৪ ঘন্টায় ইতালিতে মৃত্যু হয়েছে ২৮ জনের। এ নিয়ে দেশটিতে মৃত্যু হলো ১০৭ জনের। সংক্রমিত হয়েছে ৩ হাজার ৮৯ জন। ভাইরাস নিয়ন্ত্রণ আনতে স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে টানা ১০ দিন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে ইতালি। এদিকে, যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ । ক্যালিফোর্নিয়ায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। এদিকে, ইরানে ভাইরাসটির প্রকোপ দ্রুত বাড়ছে। মারা গেছে ৯২ জন। এছাড়া, দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ৭৬৬ জন। মারা গেছে ৩৫ জন। জাপানে মৃত্যু হয়েছে ১২ জনের।