৮০ গুণ দ্রুততার সঙ্গে গলছে এভারেস্টের হিমবাহ, হুমকির মুখে ১০০ কোটির বেশি মানুষ
- আপডেট সময় : ০১:৪৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
প্রাকৃতিক বিপর্যয়ে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের বরফ গলতে শুরু করেছে। ৮০ গুণ দ্রুততার সঙ্গে গলছে এই হিমবাহ। এতে হুমকির মুখে পড়বে এশিয়ায় ১০০ কোটির বেশি মানুষ। সংকট দেখা দিবে সুপেয় পানি, খাবার ও জীবিকার। অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় ও তুষারঝড়ের কবলে নাকাল যুক্তরাষ্ট্র। তীব্র তুষারপাত আর অসহনীয় ঠান্ডা বিপাকে পড়েছে দেশটির ১১ কোটি মানুষ। দুর্যোগে পাল্লা দিয়ে বাড়ছে সড়ক দূর্ঘটনা এবং মৃত্যু।
মানব সৃষ্ট প্রাকৃতিক বিপর্যয় ভয়াবহ মাত্রা নিয়ে আছড়ে পড়ছে পুরো বিশ্বে।যেন প্রাকৃতি প্রতিশোধ নিচ্ছে তারই উপর করা অত্যাচারের। বৈশ্বিক উষ্ণায়নের ফলে প্রতিনিয়তই হচ্ছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বরফ গলা,বন্যা,খরার মত প্রাকৃতিক বিপর্যয়।
এর প্রভাবে গলে যাচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের হিমবাহ। যতটা সময় নিয়ে হিমবাহ তৈরি হয়, তার চেয়ে ৮০ গুণ দ্রুততার সঙ্গে গলছে এটি । জলবায়ু পরিবর্তনের প্রভাব পৃথিবীর সবচেয়ে উঁচু এলাকাতেও পৌঁছে গেছে বলে উঠে এসেছে নতুন গবেষণায় ।
এভারেস্ট চূড়ায় এভাবে হিমবাহ গলে যাওয়ায় বড় ধরনের বিপর্যয়ের সংকেত মানছেন বিষেজ্ঞরা। হিমবাহ ধসে পড়লে হুমকির মুখে পড়বে এশিয়ায় ১০০ কোটির বেশি মানুষের সুপেয় পানি, খাবার ও জীবিকা।
বরফ গলার প্রভাবে আর্দ্রতার মাত্রা এবং ঝড়ো হাওয়ার ধরনে পরিবর্তন আসতে পারে। এতে বরফ গলা পানির ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর টিকে থাকাও হুমকির মুখে বলে সতর্ক করেছেন গবেষকরা।
এদিকে প্রাকৃতিক বিপর্যয় ও তুষারঝড়ের কবলে নাকাল যুক্তরাষ্ট্র।
বরফ জমে থাকার কারণে টেনেসিতে ১ লাখ ১৫ হাজারের বেশি মানুষ, টেক্সাসে ৭০ হাজার এবং আরাকানসাসে ২৪ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল দীর্ঘ সময়।
বিশ্বব্যাপী বিমান চলাচলের ক্ষেত্রেও ঝড়ের প্রভাব পড়েছে। এপর্যন্ত এয়ার ট্রাফিক মনিটরিং ওয়েবসাইট ৫ হাজার ৫০০ ফ্লাইট বাতিল এবং ৩ হাজার ৩০০ ফ্লাইট বিলম্বের রিপোর্ট করেছে