২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ থেকেই শুরু হবে সরকার পতন আন্দোলনের মহাযাত্রা : ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- / ১৬৯৮ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ থেকেই শুরু হবে সরকার পতন আন্দোলনের মহাযাত্রা। আর, সংবিধানের দোহাই দিয়ে সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপির সিনিয়র নেতারা।
এর আগেই জনগণের ভাষা বুঝে, পূজার ছুটিতে সরকারকে পদত্যাগের আহবান জানান তিনি। বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির জনসমাবেশে একথা বলেন মির্জা ফখরুল। পূজার ছুটিতেই মানে মানে ক্ষমতা ছেড়ে দেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে জনসমাবেশ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ন হয়ে যায় নয়াপল্টনের প্রধান সড়কসহ পুরো এলাকা।