৮ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে চুয়াডাঙ্গায় সততা ব্রিক্স এণ্ড কনস্ট্রাকশনের মালিক
- আপডেট সময় : ০৫:০০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
৮ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে চুয়াডাঙ্গায় সততা ব্রিক্স এণ্ড কনস্ট্রাকশনের মালিক। গেল দুই বছরে ইট দেয়ার নামে প্রায় সাড়ে তিনশ মানুষের কাছ থেকে এই অর্থ হাতিয়ে নিয়েছে। টাকা ফেরত না পেয়ে ভুক্তভোগীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে। এসময় বিষয়টি সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
১৫ বছর আগে জেলা সদরের বদরগঞ্জ দশমীপাড়ায় সততা ব্রিক্স এণ্ড কনস্ট্রাকশন নামে একটি ইটভাটা প্রতিষ্ঠা করা হয়। ৩ বছর আগে ইট ভাটার মালিক সুবেদার মারা যান। পরে ব্যবসার হাল ধরেন তার স্ত্রী খোদেজা বেগম, ভাই শরিয়ত উল্লাহ ওরফে মেজর ও আব্দুল বারী। সুচতুর এই তিন ব্যবসায়ী গত দুই বছর ধরে বদরগঞ্জ ও সরোজগঞ্জ এলাকার আশেপাশের ২০ গ্রামের সাড়ে ৩শ’ মানুষের কাছে কম দামে ইট দেয়ার নামে ৮ কোটি টাকা হাতিয়ে নেয়। চলতি মৌসুমে তারা ইট ভাটা চালুই না করায় টাকা লগ্নিকারীদের মনে সন্দেহ দানা বাধে। প্রতারণা আঁচ করতে পেরে এক পর্যায়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। পরে মঙ্গলবার বিকালে ইট ভাটা প্রাঙ্গনে জড়ো হন ভূক্তভোগিরা। টাকা জমা দেয়ার রশিদ নিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন তারা। কেউ কেউ টাকার শোকে কান্নাকাটিও করেন।
সততা ব্রিক্স সমিতির অন্তর্ভুক্ত নয়। সেজন্য সমিতির পক্ষ থেকে কিছুই করার নেই। কোন ইট ভাটাকেই, ইট কেনার জন্য অগ্রিম টাকা না দেয়ার অনুরোধ করেন সমিতির এই নেতা।
স্থানীয় প্রশাসন বিষয়টির সুষ্ঠ তদন্ত করে ভুক্তভোগী নারী-পুরুষের সহযোগিতায় এগিয়ে আসবে এমন প্রত্যাশা এলাকাবাসীর।