৮ থেকে ১১ জুলাইর মধ্যে প্রধানমন্ত্রী চীন সফর করবেন : পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৯:৪২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
- / ১৬২৭ বার পড়া হয়েছে
৮ থেকে ১১ জুলাইর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। দুপুরে রাজধানীর একটি হোটেলে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান ড. হাছান মাহমুদ।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাও।
সাক্ষাত শেষে চীনের মন্ত্রী জানান, রোহিঙ্গাদের আশ্রয় দেয়া বাংলাদেশের জন্য কঠিন হয়ে পড়ছে। তাদের প্রত্যাবাসনে সহায়তা করবে চীন।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরে গুরুত্ব পাবে বাণিজ্য, বিনিয়োগ, ব্রিকসে বাংলাদেশের অন্তর্ভুক্তি।
এরআগে জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত ছাড়া কাউকে দুর্নীতিবাজ বলা যাবে না।