৮ থেকে ৯ কোটি মানুষকে টিকা দেয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার
- আপডেট সময় : ০৭:২৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
- / ১৫১৬ বার পড়া হয়েছে
দেশের অন্তত ৮ থেকে ৯ কোটি মানুষকে টিকা দেয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার। এতে করে করোনা প্রতিরোধে দেশে হার্ড ইমিউনিটি তৈরি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। এ মাসেই ঢাকায় আনুষ্ঠানিকভাবে করোনার পর্যবেক্ষণমূলক টিকাদান শুরু হবে বলেও জানান তিনি। স্বাস্থ্য সচিব বলেন, ভারত সরকারের উপহার হিসেবে পাঠানো ২০ লাখ ডোজ করোনার টিকা বাংলাদেশে পৌঁছুবে বৃহস্পতিবার। আর ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারিভাবে বাংলাদেশের কেনা টিকার প্রথম চালানে ৫০ লাখ ডোজ ২৫ জানুয়ারি দেশে পৌঁছুবে।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভ্যাকসিন বিষয়ক সংবাদ সম্মেলনে সর্বশেষ তথ্য জানান স্বাস্থ্যসচিব আব্দুল মান্নান। তিনি জানান, ভারতের উপহার হিসেবে বৃহস্পতিবার ২০ লাখ ও পরে সরকারের কেনা ৩ কোটির মধ্যে প্রথম চালানে ৫০ লাখ ভ্যাকসিন দেশে আসছে। প্রথম ধাপে এক কোটি ৬০ লাখ মানুষ ভ্যাকসিন কার্যক্রমের আওতায় আসবে।
স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেন, এবারের মাইক্রো প্ল্যানে ৮০ শতাংশ মানুষকেই টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। প্রয়োজনে আরো টিকা আমদানি করবে সরকার। খুব শিগগিরি পর্যবেক্ষণমূলক টিকা দেয়া শুরু হবে।বাড়তি জনগোষ্ঠীর জন্য ভ্যাকসিন আনার প্রস্তুতি সরকারের রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়কারী ।
সাংবাদিকদের জানানো হয়, ব্যাপকভাবে টিকাদান শুরুর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ৪০০ থেকে ৫০০ জনকে টিকা দিয়ে সাত দিন পর্যবেক্ষণে রাখা হবে