৮ বছর পর বিচারপতি অপসারণের ক্ষমতা ফিরে পেল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল

- আপডেট সময় : ০২:১৯:২০ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
- / ১৭১৭ বার পড়া হয়েছে
বিচারপতিদের অপসারণ বিষয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল চেয়ে করা রিভিউ আবেদন খারিজ করেছে আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু পর্যবেক্ষণ দেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির পূর্নাঙ্গ বেঞ্চ। ফলে বিচারপতিদের অপসারণ ক্ষমতা ফিরে পেল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।
এর আগে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ সদস্যর আপিলে বেঞ্চে বহুল আলোচিত এ মামলার শুনানি হয়।
১৭ অক্টোবর দলবাজ দূর্নীতিবাজ বিচারপতিদের অপসারণের দাবীতে হাইকোর্ট ঘেরাও করে আন্দোলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূয়া আন্দোলনকারী ছাত্রদের জানান ১২ জন বিচারপতিকে আপাতত বিচারকাজ পরিচালনা থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেহেতু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নেই তাই ২০ অক্টোবর ষোড়শ সংশোধনী রিভিউ শুনানি করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। বিচারপতিদের পদত্যাগ বা অপসারণে দেশে এ মুহূর্তে কোনো আইন নেই। বিগত সরকার সংসদের মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের ওপর ন্যস্ত করে সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে ৯৬ অনুচ্ছেদ বদলে দিয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট সেটি বাতিল করে দেন। যদিও রিটকারারী আইনজীবী মত রিভিউ রায় বাতিল না হওয়া পর্যন্ত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বহাল রয়েছে।