খালেদা জিয়া-তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে মামলার আদেশ কাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫২:১৬ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ভাস্কর্য বিরোধী বক্তব্যে মামুনুল হককে সহযোগিতা করার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে, দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে।
সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে এ মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।এছাড়াও হেফাজতে ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরী, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ মামুনুল হক ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের চেয়ারম্যান ও চোরমানাইর পীর সৈয়দ ফয়জুল করিমকেও মামলায় আসামী করা হয়েছে। এসময় আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করে পরে আদেশ দেয়ার কথা জানান।