আস্থা ভোটে হেরে যাওয়ার পর আবারও নেপালের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন কেপি শর্মা ওলি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
আস্থা ভোটে হেরে যাওয়ার পর আবারও নেপালের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন কেপি শর্মা ওলি। বৃহস্পতিবার তাকে পুনরায় নিয়োগ দেন প্রেসিডেন্ট বিদ্যা দেবি ভান্ডারি।
বিরোধী দলগুলো সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ায় নেপালের সংবিধানের ৭৮ ধারা অনুযায়ী পার্লামেন্টের সবচেয়ে বড় দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী নিয়োগ পান ওলি। শুক্রবার ওলিকে শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট। গত মার্চে সরকার থেকে জোটসঙ্গী ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি সমর্থন তুলে নেয়ায় সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিলেন ওলি। গত সোমবার কেপি শর্মা ওলি পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যান। ওলির পক্ষে ভোট দেন ৯৩ জন সদস্য। বিপক্ষে ভোট দেন ১২৪ জন। আর ভোটদানে বিরত ছিলেন ১৫ জন সংসদ সদস্য। দীর্ঘদিন ধরেই দলের অভ্যন্তরে বিরোধিতার মুখে পড়েছেন ওলি।