বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ঝড়ো হাওয়া বইছে
- আপডেট সময় : ০২:৩৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ঝড়ো হাওয়া বইছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
লঘুচাপে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। উত্তর ও পূর্বাঞ্চলে বয়ে যাওয়া তাপপ্রবাহ কিছুটা কমেছে। বর্তমানে লঘুচাপ অবস্থান করছে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরে ঝড়ো হাওয়া বইছে। পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ জায়গা এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক স্থান এবং রাজশাহী ও ঢাকার কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকাসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সুস্পষ্ট লঘুচাপ ও বায়ুচাপের পার্থক্যের আধিক্যে উপকূলীয় জেলা, দ্বীপ ও চরাঞ্চলে স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ফুট উঁচু জোয়ারে প্লাবিত হতে পারে বলে জানানো হয়েছে।