এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা
- আপডেট সময় : ০১:১৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
- / ১৯০৯ বার পড়া হয়েছে
এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। প্রথম পর্ব ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। দ্বিতীয় পর্ব ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে শেষ হবে ১১ ফেব্রুয়ারি। প্রথম পর্বে অংশ নেবেন মাওলানা জোবায়ের অনুসারী আর দ্বিতীয় পর্বে অংশ নেবেন মাওলানা সাদ পন্থী মুসুল্লীরা। এরই মধ্যে ইজতেমা মাঠ প্রস্তুতের কাজ গুছিয়ে এনেছেন স্বেচ্ছাসেবীরা। নানা প্রস্তুতি নিয়েছে প্রশাসনও।
টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী ২ ফেব্রুয়ারী শুরু হচ্ছে তাবলিগ জামাতের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মহাসম্মেলন বিশ্ব ইজতেমা। ১৯৬৭ সাল থেকে বিশাল ময়দানে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। ইজতেমার প্রথম পর্ব শুরু ২ ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্ব শুরু হবে ৯ ফেব্রুয়ারি। ইজতেমা উপলক্ষে ময়দানে সামিয়ানা টাঙ্গানোর কাজ করছে স্বেচ্ছাসেবী মুসুল্লিরা। জনসাস্থ্য প্রকৌশল কর্তৃক ইজতেমায় আগত মুসুল্লিদের জন্য পানি সরবরাহ ও স্যানিটেশনের কাজ ইজতেমা শুরুর আগেই সম্পন্ন হবে বলে জানান জনস্বাস্থ্যের এই কর্মকর্তা। দেশি-বিদেশি মুসল্লিদের অংশগ্রহণে ইজতেমা সফল করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা প্রস্তুতি। নিরাপত্তা রক্ষায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশ প্রশাসনও
২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। ভারতের মাওলানা ও তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা সাদের এক বক্তব্য কেন্দ্র করে ২০১৮ সালে বিশ্ব ইজতেমার আয়োজকদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এরপর থেকেই দু’পক্ষ দুই পর্বে ইজতেমায় অংশ নিয়ে আসছে। একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন, ভারতের মাওলানা সাদের অনুসারীরা। অপরটির নেতৃত্বে রয়েছে বাংলাদেশের মাওলানা জোবায়ের অনুসারী গ্রুপ।