বিএনপি নয় বরং আওয়ামী লীগ সরকার দিন দিন জনগণ থেকে অবহেলিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৯০ বার পড়া হয়েছে
বিএনপি নয় বরং আওয়ামী লীগ সরকার দিন দিন জনগণ থেকে অবহেলিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক।
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তি, ডামি সংসদ বাতিল ও এক দফা দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি আরও বলেন, ৭ জানুয়ারির ভোটের মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠা পেয়েছে। সরকার জনগণকে সেবার নামে লুটপাট করছে। নির্বাচন কমিশনের সমালোচনা করে জয়নুল আবেদীর বলেন, নির্বাচন কমিশন ঘুমিয়ে ঘুমিয়ে ২ হাজার কোটি টাকা খরচ করে ভাই ভাইয়ের নির্বাচন দিয়েছে। এসময় একদলীয় শাসন ব্যবস্থা দূর ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবিতে আগামীতে আরও নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি।