খাগড়াছড়িতে বিজিবি ও গ্রামবাসীর সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ ৫ জন নিহত
- আপডেট সময় : ০৪:৫৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে বিজিবি ও গ্রামবাসীর সংঘর্ষে এক বিজিবি সদস্য ও একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত হয়েছে। এই ঘটনায় বিজিবি সদস্যসহ আরো বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার গাজীনগর মহল্লার সাহাব মিয়া নিজের বাগান থেকে কয়েকটি গাছ কাটেন। এসব গাছ ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় সেগুলো অবৈধ দাবি করে জব্দের চেষ্টা চালায় বিজিবি সদস্যরা। এসময় গ্রামবাসী একজোট হয়ে বিজিবি সদস্যদের প্রতিহত করার চেষ্টা করলে শুরু হয় সংঘর্ষ। এক পর্যায়ে বিজিবি সদস্যরা গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই বাগান মালিক সাহাব মিয়া ও তার ছেলে আহম্মদ আলী এবং বিজিবি সদস্য শাওন নিহত হয়। এছাড়া গুলিবিদ্ধ মোহাম্মদ আলী আকবর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে এবং স্বামী ও সন্তানের মৃত্যু সংবাদ শুনে সাহাব মিয়ার স্ত্রী রঞ্জু বেগম হার্ট অ্যাটাকে মারা যান।
জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানান তারা। এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার রেজাউল করিমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।