টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধীতে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ

- আপডেট সময় : ০৭:২৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ।
বেলা ১১টায় শেখ হেলাল উদ্দিন এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধু সমাধী সৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানায় নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। পরে জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এর আগে সকাল ৬টা থেকে বঙ্গবন্ধুর সমাধী সৌধ কমপ্লেক্স মসজিদে টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে একশ’খানি কোরআন খতম দেয়া হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ৭ই মার্চে আমাদের অঙ্গীকার হল বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা।