২০ হাজার ডলারে বিক্রি হয়েছে মুশফিকুর রহিমের ব্যাট
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০
- / ১৫২১ বার পড়া হয়েছে
বেশ উত্তেজনা ছড়িয়ে বিক্রি হয়েছে মুশফিকুর রহিমের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট। নিলামে ব্যাটটি ২০ হাজার ডলারে কিনেছেন সাবেক এই পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি ফাউন্ডেশন।
২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এই ব্যাট দিয়ে ২০০ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক। টেস্ট ক্রিকেটে যা ছিলো বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি। করোনাভাইরাস দুর্গতদের সহায়তায় নিজের প্রিয় সেই ব্যাট নিলামে তুলেছিলেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার। গেলো শনিবার শুরু হওয়া অনলাইন নিলাম, ভুয়া বিডারদের চাপে বার দুয়েক বন্ধ হয়েছিলো। পরে চালু হয় আবার। করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে পাকিস্তানের নানা প্রান্তে প্রচুর ত্রাণ কার্যক্রম চালিয়ে আসছেন সাবেক পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদি। এই ব্যাটও কিনেছেন তার ফাউন্ডেশনের মাধ্যমেই।